ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

উখিয়ায় ৮দিনের কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার  ::  অতিমারী করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টেকনাফ উপজেলার পর এবার উখিয়া উপজেলায় ৮দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া উখিয়া উপজেলায় কেউ ঢুকতে পারবে না, বেরও হতে পারবে না।

এ লকডাউন রোববার থেকে কার্যকর করার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

ইউএনও বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার করোনা মহামারি পরিস্থিতি নিয়ে সরকারি উচ্চ পর্যায়ের অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় ২৩ থেকে ৩০ মে পর্যন্ত লকডাউনের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় উখিয়া থেকে কেউ বাহির হতে পারবে না এবং বাহির হইতে কেউ প্রবেশও করতে পারবে না। জরুরি সেবা, ওষুধের দোকান ও হাসপাতাল ছাড়া বন্ধ থাকবে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল।

ইউএনও আরও বলেন, চিকিৎসা কাজে ও অসুস্থ রোগী আনা-নেয়ার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে যানবাহন চলাচল করতে পারবে।

নিজাম উদ্দিন আরও বলেন, এরই মধ্যে পুরো উপজেলায় মাইকিং করে প্রশাসনের লকডাউন ঘোষণার ব্যাপারে প্রচার চালানো হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময়ও করা হয়েছে। লকডাউনের সিদ্ধান্ত কার্যকরের ব্যবস্থা নিতে নির্দেশনার পাশাপাশি মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে গত ২০ মে টেকনাফ উপজেলায় ১০ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। আজ রোববার লকডাউনের তৃতীয় দিন চলছে।

পাঠকের মতামত: