ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মদের চালান আসে সংসদের স্টিকার লাগানো গাড়িতে

0605-3সি এন ডেস্ক:

কার্নেট সুবিধায় শুল্ক ফাঁকি দিয়ে আনা রেঞ্জ রোভার জিপে সংসদের স্টিকার লাগিয়ে মদের চালান আনা হতো হোটেলে। এই অবৈধ কারবার চালাতে গিয়ে ধরা পড়লো চার তারকা হোটেল ‘ঢাকা রিজেন্সি’।

শুক্রবার দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান।

তিনি জানান, গত কয়েক দিন ধরে ওই গাড়িটির খোঁজ করার পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জানা যায়, গাড়িটি ঢাকা রিজেন্সি হোটেলের পার্কিংয়ে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু গোয়েন্দারা যাওয়ার আগেই গাড়িটি সরিয়ে ফেলা হয়। পরে অবশ্য হোটেলের সিসি ক্যামেরা ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় যে ঢাকা মেট্টো শ ০০-০১৫১ নম্বরের রেঞ্জ রোভার গাড়িটিতে করে রাতে হোটেলে মদের চালান আনা হয়। পরে চালান নামিয়ে গাড়িটি আবারও লুকিয়ে ফেলে হোটেল কর্তৃপক্ষ।

05তিনি আরো জানান, এসব মদের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। মদের মধ্যে আছে ব্ল্যাক লেবেল, রেড লেবেল, ১০০ পাইপার, টিচার্স, বিভিন্ন ব্রান্ডের হুইস্কি ও বিয়ার।

ডা. মঈনুর খান বলেন, ‘সংসদের মনোগ্রাম ব্যবহার করায় এটি নিরাপত্তার ঝুঁকির সৃষ্টি করেছে। সংসদ সদস্যের জন্য সংরক্ষিত প্রবেশাধিকার অপব্যবহার হতে পারে। বিভিন্ন অপরাধে ও উদ্ভূত আইনি জটিলতার জালে আটকাচ্ছে হোটেল কর্তৃপক্ষ।’

হোটেলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।সূত্র: বাংলামেইল

 

পাঠকের মতামত: