ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী জয়নাল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জেরে আলী আকবর (৩৮), জয়নাল আবেদীনসহ (৩৬) রিফা আক্তারকে গুলি ও কুপিয়ে আহত করার ঘটনায় জয়নাল আবদীন মারা গেছেন। নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজালীয়া পাড়ার মৃত নুরুন্নবীর ছেলে।

রাত ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নিহতের ভাই আনছার মৃত্যুর কথা নিশ্চিত করেন।

এছাড়াও মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জয়নাল গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন।

এদিকে এঘটনার পর মগনামায় ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে। স্থানীয়রা এ ঘটনার জের ধরে আরো বড় সংঘর্ষের আশংকা করছে।

পাঠকের মতামত: