ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মহেশখালীতে স্কুল ছাত্রী ধর্ষিতাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

xsxxxএম রমজান আলী মহেশখালী ::

মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী (অনিবার্য কারন বশতঃ নাম গোপন করা হল) (১৬ এপ্রিল) ধর্ষনের ঘটনা ১২ দিন অতিবাহিত হলে ও ধর্ষকদের দৃষ্টান্ত মুলক শাস্তি না হওয়ায় পৌরসভার সর্বস্থরের জনসাধারন ও ছাত্র-ছাত্রীদের যৌথ আয়োজনে ২৮ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা গেইট সম্মুখস্থ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সর্বস্থরের জনতা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন-মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আযম, কক্সবাজার জেলা ও দায়রা জর্জ আদালতের বিজ্ঞ আইনজীবি আবসার কামাল, পুটিবিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু সৈয়দ, মহেশখালী ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তফা কামাল সোহাগ, মানবাধিকার কমিশন সদস্য সুজন দে (ধর্ষিতার চাচাত ভাই), আবুল বশর পারভেজ, গিয়াস উদ্দিন আযম, নাছির উদ্দিন বাপ্পী, মো.একেরাম, আবু নাছির, আব্দুল মান্নান, শাকের উল্লাহ খোকন, রঞ্জন দে, ছোটন দে ও সোহাগ দে প্রমুখ। মানববন্ধনে সাবেক পৌর মেয়র সরওয়ার আযম বলেন, একজন ৮ম শ্রেণীর ছাত্রীকে উপর্যপূরী পালাক্রমে ধর্ষন মহেশখালী জন্য বিরল ঘটনা এরপরে ও ১২দিন অতিবাহিত হলে ও ধর্ষিতার পরিবার সুষ্ট বিচার পায়নি। তাই অবিলম্বে বিচার চাই বিজ্ঞ আইনজীবি আবসার কামাল বলেন, ১৬ এপ্রিল ধর্ষনের ঘটনা আইয়ামে জাহেলিয়াত কে হার মানিয়েছে তাই ঘটনার ১২ দিন অতিবাহিত হওয়ার পরে ও প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন ২৪ ঘন্টার ভিতর সুষ্ট, সুন্দর দৃষ্টান্ত মুলক বিচার চাই। অন্যতার মহেশখালীর প্রায় ৪ লক্ষ জনগনকে সাথে নিয়ে কঠোর কর্মসুচী দিয়ে রাস্তায় নামতে বাধ্য হব তখন প্রশাসন কন্ট্রোল করতে পারবেনা। সময় থাকতে হুশিঁয়ার হয়ে যান। প্রভাষক মোস্তফা কামাল সোহাগ বলেন, অতি শিঘ্রিই ধর্ষকদের বিচার চাই অন্যতায় সর্বস্থরের জনগনকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে বক্তারা আরো বলেন, পৌরসভার দক্ষিন হিন্দু পাড়া এলাকার বাসিন্দা ধর্ষক মৃত বাদল দাশের পুত্র রুবেল দাশ, গোপাল মোহন্তের পুত্র হিরু মোহন্ত, মিলন দাশের পুত্র শামু দাশ, লক্ষন দাশের পুত্র বাবুল দাশ ও নিশি রাণী দে কে ফাসিঁর কাষ্টে ঝুলিয়ে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধন শেষে স্ব-রাষ্ট্র মন্ত্রণালয়, জেলা পুলিশ সুপার ও মহেশখালী থানা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

পাঠকের মতামত: