ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তিন ভাই-বোনের মৃত্যৃ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে হারবাং ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরের আগুন লাগে। মুহূর্তেই পুরো ঘরে ছাড়িয়ে পড়ে আগুন।

বয়স্করা বের হয়ে প্রাণে বাঁচলেও অগ্নিদগ্ধে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও এক শিশু সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর।
নিহতরা হলো, মোঃ জিহাদ (১১), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা মর্মান্তিক ঘটনাটি আমাকে জানানোর পর পর ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম সেখানে পাঠাই। কিন্তু ঘটনাস্থল দুর্গম হওয়াতে আমাদের গাড়ি সেখানে পৌঁছেনি। তবে আমাদের দমকল বাহিনী ও স্থানীয়রা প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবানঘাটা গ্রামে একটি বাড়ি আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: