ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

দিনে বাসের হেলপার, রাতে ইয়াবা ব্যবসায়ী

নিউজ ডেস্ক ::
চট্টগ্রামের আগ্রাবাদে ক্রেতা সেজে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) রাতে আগ্রাবাদের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল (২৪) ও আল আমিন ওরফে বাবু (২৪)। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বুধবার রাতে আগ্রাবাদের একটি আবাসিক হোটেল থেকে দুই ইয়াবা কারবারিকে আটক করা হয়। দু’জনই বুধবার সন্ধ্যায় নগরীর চৌমুহনীতে ফায়ার সার্ভিসের স্টেশনের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছিল।

বিষয়টি জানতে পেরে ডবলমুরিং এসআই শরীফ ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করেন। দরদামের পর ইয়াবা হস্তান্তরের জন্য তাদের নিউ সুপার স্টার হোটেলের তৃতীয় তলায় ২০৭ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে রাসেলের কাছ থেকে আড়াই হাজার এবং বাবুর কাছ থেকে এক হাজার ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি মহসিন আরও বলেন, আটক রাসেল বাসের হেল্পার। সে দিনে ১১ নম্বর বাসের হেল্পার হিসেবে কাজ করে। আর রাতে হয়ে যায় ইয়াবা ব্যবসায়ী! মাঝে মাঝে যাত্রী বেশেও তার গাড়িতে ইয়াবা সেবীরা উঠে। তার পুরো পরিবারই মাদক ব্যবসায় জড়িত। তার মা তিনটি মাদক মামলার আসামি হয়ে কারাগারে। বাবাও ৩ মামলায় আসামি হয়ে পলাতক।

পাঠকের মতামত: