ঢাকা,রোববার, ১২ মে ২০২৪

মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগ

ঈদগাঁওতে সাংবাদিকদের কলম বিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত

স্টাফ রিপোটার, ঈদগাঁও :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কর্মসুচির আলোকে ঈদগাঁও থানা শাখা কর্তৃক আয়োজিত কলম বিরতি, প্রতিবাদ সভা সম্পন্ন হয়েছে।

আজ ২রা মার্চ সকাল ৯টায় ঈদগাঁও বাসস্টেশনে এই কর্মসুচী পালিত হয়। থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিনের সভাপতিত্ব, সাধারন সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি মো: রেজাউল করিম, সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা, মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি শফিউল আলম আজাদ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, ঈদগাঁও সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক তৈয়র জালাল, চ্যালেন কক্স সম্পাদক মনছুর আলম, সদস্য মোজাম্মেল হক, সাইমুম সরওয়ার কায়েম, কাউছার উদ্দিন শরীফ, আলা উদ্দিন, ঈদগাঁও টিভির নিবার্হী সম্পাদক আজিজুর রহমান রাজু, মানবাধিকারকর্মী রাসেদুল আমিরসহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন, পরিবেশ সংগঠক নুরুল হুদা, ওসমান গনি, ঈদগাঁও টিভির বার্তা সম্পাদক নুরুল আজিম মিন্টু, সংবাদকর্মী গিয়াস উদ্দিন, সেচ্ছাসেবী সংগঠক ইমরান তাওহীদ রানা।

বক্তারা দেশব্যাপী সাংবাদিক হত্যা,নির্যাতন হামলা ও মামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপনসহ বিএমএসএফের ডাকে সকলকে ঐক্যবদ্ব হওয়ার প্রতিও আহবান জানানো হয়।

উল্লেখ্য যে, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সারাদেশ ব্যাপী সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মসুচী চলে।

পাঠকের মতামত: