ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

দ্রব্যমূল্যের ঊধর্বগতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ঢাবি শিক্ষার্থীর খোলা চিঠি 

শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী
আমার সালাম এবং মুজিবীয় শুভেচ্ছা নিবেন। আশা করি আপনি ভালো আছেন। আমরা কক্সবাজারবাসীও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকার গরিবের সরকার। একজন গরিবের জন্য আশু সমাধান আপনার সরকারের চেয়ে ভালো স্বাধীনতার পর আর কেউ বুঝেনি। আপনার অবগতির জন্য অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমানে বাজারে চাল-ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দাম যা সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার বাহিরে। আমরা জানি আপনার সফল নেতৃত্বে বাংলাদেশ একটি খাদ্যে উদ্ধৃত্তের দেশ। সেখানে জিনিসপত্রের চড়া দাম হবে এটা মানতে খুব কষ্ট হয়। এ অবস্থার জন্য কোনোভাবে আপনার সরকার দায়ী। কতিপয় সিন্ডিকেট এর জন্য দায়ী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকার ২০০৮সন থেকে এক যুগ যাবত ক্ষমতায়। বাংলাদেশের মানুষ আপনার দূরদর্শী নেতৃত্বে অনেক অসাধ্যকে সাধন করেছে। আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনি একটু দায়িত্ব নিলে আমার মনে হয় চলমান সংকট তথা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সাধারণ জনগণ মুক্তি পাবে। আমরা বিশ্বাস করি আপনার সরকার তা পারবে।

ধন্যবাদান্তে:
আপনার স্নেহের
রাসেল রহমান
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

পাঠকের মতামত: