ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আজ কুতুবদিয়ায় মালেক শাহর বার্ষিক ওরশ

নিজস্ব সংবাদাতা, কুতুবদিয়া ::  কুতুবদিয়ায় হযরত মালেক শাহর (রাহ.) ২১তম বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফের সমাপনী দিবস আজ। এবারের ফাতেহা শরীফ সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় অন্যবছরের তুলনায় বাড়তে পারে লোকসমাগম। সে কারণে প্রস্তুতিও বেশী নেয়া হয়েছে বলে জানিয়েছেন দরবার এন্তেজামিয়া কমিটি।

আজ সকাল ৭টা হতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শুরু হয়ে দুপুরে জুমার নামাজ ও মাহফিল শেষে আখেরি মোনাজাতে শরীক হওয়ার জন্য দেশের প্রত্যন্ত এলাকা হতে জাতি ধর্ম নির্বিশেষে লাখ-লাখ ভক্ত-অনুরক্ত ছুটে আসছেন কুতুব শরীফ দরবারে। স্বাস্থ্যবিধি অনুসরণসহ সমাপনী দিবসে কোন মহিলা দরবারে না আসার অনুরোধ জানিয়েছেন দরবার কর্তৃপক্ষ। সব কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করবেন দরবার পরিচালক আলহাজ শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী (মা.জি.আ.)।

পাঠকের মতামত: