ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

‘কিশোর-তরুণকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’

চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত টি-টুয়েন্টি ফাইনাল ম্যাচ সম্পন্ন

ছোটন কান্তি নাথ, চকরিয়া :: মাদক থেকে তারুণ্যকে দূরে রাখতে কক্সবাজারের চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরী প্রদত্ত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা
জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ‘মাদককে না বলুন,তারুণ্যের জন্য ক্রীড়াই সংস্কৃতি’ শ্লোগানে বিজয়ের মাস ডিসেম্বরে শুরু হওয়া এই খেলার ইতোপূর্বে ১৫টি ম্যাচ শেষে আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত হলো ১৬তম ম্যাচ তথা ফাইনাল
খেলা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও বিজিত দলের মধ্যে কাপ, টাকাসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
পৌরসভার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাহাত স্পোর্টিং চুনতি বনাম সাইক্লোন স্পোর্টিং অব চুনতি অংশ নেয়। নির্ধারিত ২০ ওভারের খেলায় ৩৫ রানে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে রাহাত স্পোর্টিং ক্লাব।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর
চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ দুলাল, চকরিয়া
পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আমান
উদ্দিন, আওয়ামী লীগ নেতা যথাক্রমে সিকান্দার বাদশা নাগু সওদাগর, জমির উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন, পৌরসভার কাউন্সিলর যথাক্রমে মছুদুল হক মধু, ফোরকানুল ইসলাম তিতু, জামাল উদ্দিন, মুজিবুল হক, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপ-প্রচার সম্পাদক সেলিম রেজাসহ অসংখ্য নেতৃত্ববৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশের চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, ‘কিশোর-তরুণকে মাদক থেকে দূরে রাখতে এ ধরণের টুর্ণামেন্ট তথা খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। কারণ পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় মনোনিবেশ থাকলে তরুণ-যুবকেরা মাদকে জড়ানোসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে। পৌরমেয়র আলমগীর চৌধুরীর এই উদ্যোগ সমাজে প্রভাব
ফেলবে।’

পাঠকের মতামত: