ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

চকরিয়া পৌরশহরে চিরিঙ্গা সোসাইটি ফল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

এম.জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া পৌরশহরে চিরিঙ্গাসোসাইটি ফল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লি: রেজি: নং ৬২৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার ২৩ জানুয়ারি অত্যান্ত ঝাঁকজমক পরিবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। বহু প্রতিক্ষিত নির্বাচনে ১৩১৯ সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ফরিদুল ইসলাম (চেয়ার) প্রতীকে ৬০৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন পেয়েছে (আনারস) প্রতীকে ৫৫৮ ভোট। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আতিকুর রহমান আরফাত (চাকা) প্রতীকে ৫৮১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.ইসমাঈল (গোলাপফুল) প্রতীক নিয়ে পেয়েছে ৪২৭ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন,মো: হেলাল উদ্দিন (মই) প্রতীক নিয়ে ৬৪৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজেম উদ্দিন (আম) প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৬ ভোট। এছাড়া সমিতির সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, কামাল উদ্দিন ( খেজুর গাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৭২৯ ভোট, জয়নাল আবেদীন (বাঘ) প্রতীক নিয়ে পেয়েছে ৫৮৫ ভোট ও জয়নাল আবেদীন ( রিক্সা) প্রতীক নিয়ে ৪০৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

চকরিয়া পৌরশহরস্থ সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চালাকালীন সময়ে সমিতির ভোট পরিদর্শন করেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, জেলা সমবায় কর্মকর্তা জহির আব্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি।

সমিতির অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন জেলা সমবায় পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: তাহের , নিবাচন পরিচালনা কমিটির সদস্য ও সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, বিশিষ্ঠ ব্যবসায়ী মো: হোছাইনগীর।

পাঠকের মতামত: