ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে ৪ জেলের মৃত্যু

ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি :: টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৪ জনের মৃতদেহ এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড; এতে এখনো পর্যন্ত আরো ৯ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের ২ টি এবং নৌবাহিনীর ৩ টি জাহাজ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি জানিয়েছেন, শনিবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনাটি ঘটেছে।
আরিফুজ্জামান বলেন, ভোরে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে এফবি যানযাবিল চুমকেন নামের মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামের ২ টি জাহাজ জেলেদের উদ্ধারে অভিযানে যায়। এছাড়াও সমুদ্র অভিযান ও নিমূল সহ ৩ টি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

“বিকাল ৫ টা পর্যন্ত উদ্ধার অভিযানে ৪ জনকে মৃত এবং ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ৯ জন। “
নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।
আরিফুজ্জামান বলেন, মৃত ও জীবিত উদ্ধার হওয়াদের নৌবাহিনীর চট্টগ্রামের ঘাটিতে নেয়া হবে। সেখানে গণমাধ্যমের কর্মিদের কাছে ঘটনার ব্যাপারে ব্রিফিং করা হবে।

পাঠকের মতামত: