ঢাকা,সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

তীব্র উত্তেজনাপূর্ন ম্যাচে কুতুবদিয়াকে ১ গোলে হারিয়ে ফাইনালে সদর উপজেলা

?

নিজস্ব প্রতিবেদক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘র জন্মশত বার্ষিকি উপলক্ষ্যে কক্সবাজার পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তীব্র উত্তেজনাপূর্ন ম্যাচে কুতুবদিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সদর উপজেলা ফুটবল দল।

আজ ২০ জানুয়ারী বিকাল ৩ টায় কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে মুখোমুখি হয় কুতুবদিয়া উপজেলা বনাম কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। খেলার শুরু থেকে উভয় দলে বেশ আদান প্রদান করে খেলে দর্শকদের মাতিয়ে রাখে মাঝে মধ্যে উভয় দল গোলে সুযোগ তৈরি করলেও শেষ মুহুর্তে ব্যার্থ হয় বল জালে জড়াতে।

প্রথামার্ধে সদর উপজেলা কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। দ্বীতিয়ার্ধে আবারো বেশ আক্রমনাত্বক ফুটবল খেলে সদর উপজেলা তবে শেষ হাসি হাসিয়েছে বিদেশী খেলোয়াড় ব্যকহাম।

শেষ ১০ মিনিট আগে কর্ণার থেকে পাওয়া বল চমৎকার হেড করে কুতুবদিয়ার জালে জড়ালে মাঠে উপস্থিত প্রায় ৫ হাজার দর্শককে আনন্দে ভাষায়।

পরে সেই ১ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে সদর। এতে ফাইনাল নিশ্চিত হওয়ায় টেকনাফ উপজেলা ফুটবল দলের সাথে শিরুপার জন্য লড়বে দলটি।

পরে ম্যান অফদ্যা ম্যচ পুরুস্কার পায় সেই গোলদাতা ব্যাকহাম পুরুস্কার তুলে দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান সহ পৌর কাউন্সিলার বৃন্ধ উপস্থিত ছিলেন।

এদিকে ফাইনালের দিনক্ষন এখনো ঠিক হয়নি পরে অতিথি পাওয়া স্বাপেক্ষে দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক হেলালা উদ্দিন কবির।

পাঠকের মতামত: