ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সহীমরি খতিয়ান তুলতে ১ হাজার টাকা: কোন টাকা নেওয়ার নিয়ম নাই

?

নিউজ ডেস্ক ::  কক্সবাজার সদর উপজেলা ভুমি অফিসে একটি সহীমরি খতিয়ান তুলতে ১ হাজার গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারি নিয়ম অনুযায়ী ২০ টাকার রেভিনিউ স্ট্যাম্প সহ কারে নির্দিষ্ট ফরমে আবেদন করলে সেই আবেদন অনুযায়ী কোন প্রকার বাড়তি ফিস ছাড়াই সহীমরি খতিয়ান সরবরাহ করার নিয়ম থাকলেও প্রতিটি আবেদনে কমপক্ষে ১ হাজার টাকা আর অনেকের কাছ থেকে ১৫০০ টাকাও নেওয়া হচ্ছে। যারা কম দেয় বা প্রতিবাদ করলে তারা কয়েক মাসের পরও খতিয়ান পায়না বলে জানান ভুক্তভোগীরা। আবার যারা চাহিদামত টাকা দেয় তারা ২৪ বা ৪৮ ঘন্টার মধ্যে খতিয়ান পায়। এ বিষয়ে দ্রæত সেবা নিশ্চিত করতে এবং অনিয়ম দূর্নীতি কমাতে নবাগত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।

পাঠকের মতামত: