ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

অচল রয়েছে সিসি ক্যামেরা

চকরিয়া পৌরশহরে প্রতিনিয়ত বাড়ছে চুরি-ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  সামাজিক অপরাধ, পৌরশহরকে যানজটমুক্ত রাখা, চুরি-ছিনতাই রোধসহ নানা অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণের জন্য কক্সবাজারর চকরিয়া পৌরশহরের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয় প্রায় ১’শত টি ক্লোজড সার্কিট (সিসি ক্যামেরা)।

চকরিয়া উপজেলা প্রশাসন, পৌরসভাসহ নানা ব্যবসায়িক প্রতিষ্টান ও ব্যক্তিদের আর্থিক অনুদানে এসব সিসি ক্যামেরা বসানো হয়। কিন্তু এসব সিসি ক্যামেরা বসানোর দু’মাসের মাথায় বেশ কিছু ক্যামেরা নষ্টও হয়ে যায়। ফলে পৌরশহরে অপরাধ প্রবণতা বেড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের আলোচনার পরিপ্রেক্ষিতে চকরিয়া পৌরশহরকে অপরাধ ও যানজটমুক্ত রাখার জন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। এই কর্মকান্ড বাস্তবায়নের উদ্যোগ নেন তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তার পাশাপাশি সহায়তা করেন চকরিয়া পৌর কর্তৃপক্ষ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের মালিক ও সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিরা।

জানা গেছে, ২০২০ সালের জানুয়ারি মাসে পৌরশহরের জমজম হাসপাতাল থেকে শহীদ আবদুল হামিদ বাস টার্মিনাল পর্যন্ত এবং পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে স্থাপন করা হয় প্রায় ১’শত টি ক্লোজড সার্কিট ক্যামেরা। এতে ব্যয় হয় প্রায় ১৫ লাখ টাকা।

চিরিংগা পুলিশ বক্স স্থাপিত ছয়টি মনিটরের মাধ্যমে এসব সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা হয়। এসব সিসি ক্যামেরার সার্বিক নিয়ন্ত্রক হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চকরিয়া থানা, ও হাইওয়ে পুলিশ এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিলো। এসব সিসি ক্যামেরা বসানোর প্রথমদিকে ঠিক মতো নজরদারি থাকলেও দুই মাস পর থেকে কার্যক্রমে ভাটা পড়ে। এতে অধিকাংশ ক্যামেরা নষ্ট ও চুরি হয়ে যায়।

সরজমিন ঘুরে দেখা গেছে, পৌরশহরের বিভিন্ন স্থানে স্থাপন করা ক্লোজড সার্কিট ক্যামরা (সিসি ক্যামেরা) নষ্ট হয়ে গেছে। কিছু কিছু ক্যামেরা চুরি হয়ে গেছে। এর মধ্যে বেশরিভাগ ক্যামরার মুখ ভিন্ন দিকে থাক করা রয়েছে। কিছু ক্যামেরা আকাশের দিকে, আবার কিছু ক্যামেরা মাটির দিকে মুখ করে আছে। ক্যামেরাগুলোর লক্ষ্যবস্তু ঠিক নেই বললেই চলে। আর চিরিংগা পুলিশ বক্সে বসানো মনিটরও নষ্ট হয়ে গেছে। যার কারণে পৌরশহরে চুরি, ছিনতাই, ইভটিজিং, যানজটসহ নানা অপরাধ কর্মকান্ড বেড়ে গেছে।

চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ চকরিয়া নিউজকে বলেন, পৌরশহরকে যানজট ও অপরাধমুক্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধার নেয়। এতে পৌর প্রশাসনও সম্মতি প্রদান করে। এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ লাখ টাকার ফান্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ওই ফান্ডে পৌরসভা কর্তৃপক্ষ ২ লাখ টাকা দেয়।

এছাড়া পৌরশহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্টান এবং বেশ কয়েকজন ধর্ণাঢ্য ব্যক্তি থেকে আরো ৫ লাখ টাকা সংগ্রহ করে দেয়া হয়। বাকি টাকা উপজেলা প্রশাসন ব্যবস্থা করেছে।

এব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ  চকরিয়া নিউজকে বলেন, আমি ইউএনও হিসেবে যোগদান করার পর করোনার কারণে লকডাউনে ছিলো সবকিছু। এরমধ্যে সিসি ক্যামরাগুলো সচল করা হয়নি।

তিনি আরো বলেন, ইতোমধ্যে ৬০টির অধিক সিসি ক্যামরা নষ্ট হয়ে গেছে। এসব মেরামতের জন্য কাজ চলছে। শীঘ্রই সিসি ক্যামরার কাজ শেষ করে মনিটরিংয়ের জন্য পুলিশ প্রশাসন ও পৌরসভাকে দায়িত্ব দেয়া হবে।

পাঠকের মতামত: