ঢাকা,রোববার, ২৮ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌর কার্যালয় সড়কের সামনে নির্মাণ করেছে দৃষ্টিনন্দন চিংড়ি ভাস্কর্য

নিজস্ব প্রতিবেদক :: চকরিয়া পৌর কার্যালয়ের সামনে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন চিংড়ি ভাস্কর্য
চকরিয়া পৌর কার্যালয়ের সামনে নির্মিত হয়েছে, দৃষ্টিনন্দন ‘চিংড়ি ভাস্কর্য’।

বিশ্বের সর্ববৃহত পর্যটন নগরী ও সমুদ্র সৈকত কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও মানুষের জীবন ও জীবিকার সাথে সামঞ্জস্য রেখে এবং দেশের কালো সোনা হিসেবে খ্যাত বাগদা  ‘চিংড়ি ভাস্কর্য’ টি নির্মাণ করা হয়েছে। ভাস্কর্যে তিনটি চিংড়ির প্রতিকৃতি স্থান পেয়েছে।

স্থানীয় জনসাধারণ চিংড়ি ভাস্কর্যটি দেখতে চকরিয়া পৌরসভার সামনে ভীড় করছে।

নান্দনিক এই ‘চিংড়ি ভাস্কর্য’টি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন-চকরিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীর চৌধুরী।

তিনি আরো জানান, উদ্বোধনের পর এই ‘চিংড়ি ভাস্কর্য’টি সবার জন্য উম্মুক্ত থাকবে। মেয়র মোহাম্মদ আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার কাউন্সিলরগণ সহ চিংড়ি ভাস্কর্যটির ছবি উঠিয়ে তাঁর নিজস্ব ফেসবুকে আইডি-তে পোস্ট করেছেন।

প্রতিদিন বাগদা ‘চিংড়ি ভাস্কর্য’ টি এক নজর দেখার জন্য শতশত দর্শনার্থী ভিড় করছে সেখানে। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসছে বাগদা ‘চিংড়ি ভাস্কর্য’ টি দেখার জন্য।

পাঠকের মতামত: