ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

রোজায় ১৭৫টি ট্রাকে পণ্য বেচবে টিসিবি

tcbরোজা উপলক্ষে দেশের ১৭৫টি উপজেলায় নিজস্ব ডিলারের মাধ্যমে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ভোক্তাদের দুর্ভোগ কমাতে ও বাড়তি চাহিদা মেটাতে টিসিবি আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে।

টিসিবি সূত্রে জানা যায়, সারা দেশে ১৭৫টি উপজেলায় টিসিবির পণ্য বিক্রির জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে প্রথম রমজান থেকে খোলা ট্রাকে পণ্য বিক্রির জন্য উপজেলাগুলো নির্ধারিত হবে। পাশাপাশি দামও নির্ধারণ করা হবে।

সূত্র আরো জানায়, টিসিবির হাতে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। মজুদের পাশাপাশি রমজান উপলক্ষে ইতোমধ্যে অপরিশোধিত সয়াবিন, অপরিশোধিত পাম অয়েল, মসুর ডাল, ছোলা ও খেজুর আমদানির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। রমজান উপলক্ষে এ পাঁচটি পণ্য স্থানীয় বাজার ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে। রমজানের আগেই এসব পণ্য মজুদ করা সম্ভব হবে।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে টিসিবি সরকারের নীতি অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানি করে থাকে।

পাঠকের মতামত: