ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

লামা পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারী

লামা প্রতিনিধি ::  পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে পার্বত্য বান্দরবান জেলার লামা পৌরসভার নির্বাচন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বুধবার লামা পৌরসভাসহ ৬১ টি পৌরসভার তফশীলে এ তথ্য জানান।

ঘোষিত তফশীল অনুযায়ী লামা পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভার তৃতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীকে ৬ হাজার ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী মো. আমির হোসেন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছিলেন ২ হাজার ৮৩৫ভোট । ২০০১ সালে গঠিত লামা পৌরসভায় এবার ৪র্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পাঠকের মতামত: