ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ২০২০ সালের ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ ২ ডিসেম্বর/২০২০, দুপুর ১২টায় চকরিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে চকরিয়া মেডিকেল অফিসার ডা: লোকমান প্রধান নির্বাচন কমিশনার, উপ-সহকারি প্রকৌশলী মৃনাল কান্তি ধর, বস্তি উন্নয়ন কর্মকর্তা রায়হান আক্তার বানু, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিন শান্তিপূর্ন পরিবেশে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে চকরিয়া পৌরসভার কর শাখার প্রধান কর আদায়কারী এ.এ.এম জহুরুল মওলা সভাপতি ও বিদ্যুৎ শাখার প্রধান সড়ক বাতি ও বিল্ডিং পরিদর্শক মোহাম্মদ রাজিফুল মোস্তফা রাজিফ চৌধুরী সাধারণ সম্পাদক, বাজার শাখার আদায়কারী মো: জানে আলম সাংগঠনিক সম্পাদক এবং স্বাস্থ্য শাখার স্যানেটারী পরিদর্শক হায়দার আলী অর্থ সম্পাদক নির্বাচিত হয়।

উক্ত চারটি পদে তফশিল ঘোষণার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও পৌরসভার আমিন শফিকুল কাদের সহ-সাংগঠনিক সম্পাদক, বিদ্যুৎ লাইনম্যান ফরিদুল আলম প্রচার সম্পাদক, রাশেদ কামাল আপ্যায়ন সম্পাদক, অফিস সহায়ক আলী আকবর দপ্তর সম্পাদক নির্বাচিত হয়। ২৭ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে বাকী পদ গুলো পূরণ করে পূর্নাঙ্গ কমিটি আগামী একমাসের মধ্যে জেলা কমিটির বরাবরে প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ঝাঁকজমকপূর্ন পরিবেশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বরণ, একই সময়ে বিদায়ী সভাপতি-সাধারণ সম্পাদককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বর্তমান কমিটির সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল মোস্তফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম (বি.এ. অনার্স.এম.এ) এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আধুনিক চকরিয়া পৌরসভার রূপকার সফল মেয়র আলমগীর চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রফিক উদ্দিন এমএ, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়ালিন মিল্টন, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, আমান উদ্দিন, জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রাশেদ মো: জাহেদ উদ্দিন, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মছুদুল হক মধু, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, ৫নং ওয়ার্ডের ফোরকানুল ইসলাম তিতু, ৭নং ওয়ার্ডের জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ডের মুজিবুল হক, ৯নং ওয়ার্ডের নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাজিয়া সোলতানা খুকু মনি, আনজুমান আরা ও রাশেদা বেগম। সম্মেলন উদ্বোধক উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার সহকারি প্রকৌশলী মুজিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক এম নুরুস শফি, পৌর কৃষকলীগ সভাপতি সুলাল কান্তি সুশীল, পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা সফায়েত হোসেন, বাজার শাখার প্রধান বশির আহমদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর নির্ধারক ফরিদুল আলম, কার্য সহকারী ও বিচার শাখার শফিকুল হক, উচ্চমান সহকারী উসমান গণি, লাইসেন্স পরিদর্শক কামাল হোসেন, সহকারী কর আদায়কারী নুরুল আবছার মুনিরী, এমরানুল হক, ছলিম উল্লাহ বদরী, কনজারভেন্সি পরিদর্শক আবুল কালাম, অফিস সহকারি আবদুল হামিদ, সার্ভেয়ার নুরুচ্ছমদ, বাজার আদায়কারী রাশেদ কামাল, রিদোয়ান, ঠিকাদান সুপারভাইজার নাজেম উদ্দিন, সহকারী লাইসেন্স পরিদর্শক আওলাদ কামাল, ঠিকাদানকারী চম্পক, রফিক, লতিফ, মিনহাজ, রুবি, কম্পিউটার অপারেটার দিদার, রোলার চালক রুবেল, জিয়া, মাহমুদুল করিম, জোবাইর, নুরুল আবছার, এরশাদ, কার্য সহকারী আতিক উদ্দিন, অফিস সহায়ক ও দপ্তর সম্পাদক আলী আকবর, মেয়র পিএ শেফায়েত হোসেন ওয়ারেছী, অফিস সহায়ক খোকন কুমার চৌধুরী, মৌলনা শাহাব উদ্দিন, শফিকুল কাদের, নুরুল আমিন, হারুনুর রশিদ, বাগান মালি সেলিম ও কমিউনিটি পুলিশ কামাল, বেলাল ও নুরুল কবির প্রমূখ।

পাঠকের মতামত: