ঢাকা,বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ২৮ স্বর্ণের বারসহ দম্পতি আটক

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা :: নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি টাকার ২৮টি স্বর্ণের বারসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে করেছে থানা পুলিশ। আটকরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধানজিরি গ্রামের মো. ফারুক (৩৫) ও তার স্ত্রী মরিয়ম খাতুন (৩০)।

সোমবার রাত সাড়ে ১০ টায় এ সব স্বর্ণ উদ্ধার করে সীমান্তের আছাড়তলী সীমান্ত পয়েন্ট থেকে।

বিষয়টি আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৮টায় নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ চালানটি মিয়ানমার থেকে চোরাই পথে পাচার হয়ে এপারে আসার সময় জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) বিল্লাল হোসেন সিকদার বলেন, এ চালানে ২৮টি স্বর্ণের বার রয়েছে। যা মিয়ানমার থেকে পাচার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসছিল।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: