ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

জাতীয় সম্প্রচার আইনের খসড়া প্রকাশ

telecast-law-draft_SM20160420165501-300x166জেল-জরিমানার বিধান রেখে জাতীয় সম্প্রচার আইনের খসড়া প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। আগামী ৪ মের মধ্যে এ খসড়া আইনের ওপর মতামত ও পরামর্শ দেওয়া যাবে।

২০১৪ সালে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রকাশ করে সরকার। ওই নীতিমালা গেজেট আকারে প্রকাশ হওয়ার পর গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। নীতিমালাতে সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছিল। এরপর একটি আইন প্রণয়নে ৪০ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিভিন্ন বৈঠকে মিলিত হয়ে খসড়াটি প্রণয়ন করে।

জাতীয় সম্প্রচার আইনের খসড়ায় বলা হয়েছে, এ আইনের বিধি-বিধান বা প্রবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। এরপরও সম্প্রচার আইনে অপরাধ চলতে থাকলে প্রতিদিনের জন্য অপরাধীকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার সুযোগও রাখা হয়েছে।

সম্প্রচার আইনের খসড়ায় আরো বলা হয়েছে, লাইসেন্স ছাড়া সম্প্রচার মাধ্যম পরিচালনা করলে সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানা করা হবে। তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ৫ মে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে এর খসড়া নীতিমালার অংশীজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় সম্প্রচার নীতিমালায় কমিশন প্রসঙ্গে বলা আছে, সম্প্রচার প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান, সংবাদ বা বিজ্ঞাপন কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের অধিকার ক্ষুন্ন করলে সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সম্প্রচার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করতে পারবে। এ অভিযোগ প্রমাণিত হলে সরকার আইন বা বিধির মাধ্যমে নির্ধারিত শাস্তি নিশ্চিত করবে।

পাঠকের মতামত: