ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সেন্টমার্টিনে আটকে পড়া ৪’শ পর্যটক ফিরেছে চার দিন পর

টেকনাফ প্রতিনিধি ::
সেন্টমার্টিনে বেড়াতে এসে আটকে পড়া ৪ শতাধিক পর্যটক চার দিন পর ফিরেছে ট্রলার ও জাহাজে করে। রোববার সকালে পাঁচটি সার্ভিস বোটে দেড়শ পর্যটক টেকনাফ ও শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছান। এরপর বিকেল সাড়ে ৩ টার দিকে আরো আড়াইশ পর্যটক পর্যটবাহি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তবে এই জাহাজটি রাত ১০ টার দিকে পৌছার কথা রয়েছে। এর আগে গত বুধবার কক্সবাজারের পর্যটকবাহি জাহাজ ও টেকনাফে নৌযানে ভ্রমণে এসে ৪’শ পর্যটক দ্বীপে আটকে পড়েছিল। অন্যদিকে টেকনাফে আটকে পড়া দেড়’শ মানুষ দ্বীপে ফিরে গেছেন। সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, ‘রোববার সকালে পাচঁটি ট্রলারে করে আটকে পড়া দেড়শ পর্যটক টেকনাফে ফিরেছে। বাকিরা বিকেলে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারের উদ্দেশ্যে দ্বীপ ত্যাগ করছেন। এছাড়া টেকনাফে আটকে পড়া দ্বীপের বাসিন্দারও ফিরেছে।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আবহাওয়া সতর্কতা সংকেত না থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল অনুমতি দেওয়া হয়েছে। এতে দ্বীপে ভ্রমণে এসে আটকা পড়া দেড়শ পর্যটক ট্রলারে করে ফিরে আসেন। দ্বীপে আটকে থাকা বাকি পর্যটকরা কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে কক্সবাজারে রওনা দেয়।’ কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় রবিবার সকালে যাত্রী বহন করে জাহাজ সেন্টমার্টিন গেছেন। দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে জাহাজ এখন কক্সবাজারের পথে।

পাঠকের মতামত: