ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

চিকিৎসা নিয়ে ফিরে আসা মাদকাসক্তদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে -ইকবাল হোসাইন

প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বলেছেন, মাদকাসক্তদের দুরে সরিয়ে দিয়ে নয় ভালোবেসে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। কোন কারণে ভুলপথে পা বাড়িয়েও যারা সঠিক চিকিৎসায় ভাল হয়ে আবার পরিবারে বা সমাজে ফিরে আসবে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে দিলে তারা আবার ভুলপথে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। তাই যারা নিজের ভুল বুঝতে পেরে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাদেরকে আপন করে নিয়ে জীবনের আর্থিক নিশ্চয়তার জন্য পুনঃবাসনের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। একই সাথে মাদকাসক্তদের পরিবার থেকে বের করে না দিয়ে তাদের উপযুক্ত চিকিৎসা করানোর জন্য তিনি পরিবারের প্রতি আহবান জানান। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার নিজেও সুস্থ হয়ে আসা রোগিদের আর্থিক সংগতি সহ কাজে লাগানোর জন্য কাজ করবেন বলে জানান। আর মাদকাসক্তদের চিকিৎসা নিয়ে সুস্থ করার ক্ষেত্রে ফিউচার লাইফ বড় ভুমিকা রাখছে বলেও জানান তিনি।
গতকাল ১২ সেপ্টেম্বর দুপুর ২ টা শহরের আলীরজাহালস্থ জেলার অন্যতম মাদক নিরাময় কেন্দ্র ফিউচার লাইফ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফিউচার লাইফে চিকিৎসা নেওয়া রোগিদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলেন। দীর্ঘ আড়াই ঘন্টা পরিদর্শন শেষে তিনি ফিউচার লাইফের চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই প্রতিষ্টানকে সার্বিক সহায়তার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন ফিউচার লাইফের পরিচালক জসিম উদ্দিন কাজল, প্রোগ্রাম সহকারী রাসেল ঘোষ, আজিজ উল্লাহ বাহাদুর, কর্মকর্তা জানে আলম, ইউচুপ প্রমুখ।

পাঠকের মতামত: