ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি ::  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২১কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত সোনাইছড়ি ইউপি ভবনসহ ১২টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুক্রবার( ৪ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী প্রকল্পগুলো হলো- সোনাইছড়িতে এলজিইডি এর তত্ত্বাবধানে নির্মিত ইউনিয়ন পরিষদ ভবন,নাইক্ষ্যংছড়ি থেকে তুমব্রু সড়কের ৪টি ব্রীজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়,
পাকা রাস্তা নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন।

এছাড়াও তিনি উদ্বোধন করেন পার্বত্য বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ লাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন,যাত্রী ছাউনি,বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ বিহারের মহিলা সাধনা ঘর, (জিএফএস) পানি লাইন এবং মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুত বরইতলী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন।

উদ্বোধনের সময় বান্দরবান অতিরিক্ত জেলাপ্রশাসক বদিউল অালম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজি, সহকারি পুলিশ সুপার রেজাওয়ান ইসলাম, পার্বত্য চট্রগ্রম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অাবু বিন ইয়াছির অারাফাত, নির্বাহী প্রকৌশলী এলজিইডি জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী পার্বত্য জেলাপরিষদ বান্দরবান মাহাবুবুর রহমান, বান্দরবান সদর পৌরসভা মেয়র ইসলাম বেবী,
জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, ক্যানোওয়ান চাক, সহ আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা অাওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি,বান্দরবান পার্বত্যজেল সহকারি কমিশানার ভুমি অাশরাফুল হক,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন, ওসি (তদন্ত) কানান চৌধুরী, উপজলা ভাইস চেয়াম্যান মংহ্লাওয়ে মার্মা, উপজেলা অাওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান,
জেলা ছাত্রলীগের কাউছার সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ বিন্দু, সোনাইছড়ি ইউপি চেয়াম্যান এন্যনিং মার্মা সদর ইউপি চেয়ারম্যন নুরুল অাবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যন মো: অালম,দোছড়ি ইউপি চেয়ারম্যন হাবীব উল্লাহ, ঘুমধুম ইউপি চেয়ারম্যন জাহাঈীর অাজিজ, প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ, স্বাস্থ্যসেবার উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন। আগামীতে ঘরে ঘরে বিদ্যুৎসহ নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীর বিভিন্ন দাবী পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে বীর বাহাদুর আরো বলেন,
জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার। তাই দেশের আনাচে-কানাচে উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে সরকার শিক্ষাকে বেশী অগ্রাধিকার দিয়ে নানা ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। যাতে দেশের প্রতিটি শিশু সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে। একই সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।
বান্দরবানের সাথে প্রতিটি উপজেলার কানেকটিং সড়ক করা হয়েছে। যার সুফল এলাকার মানুষ ভোগ করছে। এ জেলার মানুষের ভাগ্য বদলে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নাই। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি অারো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে পার্বত্য এলাকায়। এই সু-নজরের কারণে পাহাড়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে।

এদিকে বক্তব্যে শেষে পার্বত্য মন্ত্রী নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউসে প্রশিক্ষিত মৎস্য চাষী ও প্রাতিষ্টানিক পুকুরে পোনা বিতরণ বিতরন করেন।

পাঠকের মতামত: