ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়ায় মাতামুহুরী নদীতে দু’ কিশোর বন্ধুর সলিল সমাধি

Miras $ noha chakaria pc 15-04-16মো: সাইফুল ইসলাম খোকন, চকরিয়া:

চকরিয়ার মাতামুহুরী নদীর পৌরসভার দিগরপানখালী একনং গাইড বাঁধ এলাকায় দু’কিশোর বন্ধুর সলিল সমাধির ঘটনা ঘটেছে। আজ  ১৫ এপ্রিল বেলা সাড়ে ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এসময় স্থানীয় লোকজন ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন উপায়ে ওই দু’ কিশোরকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন।

জানা গেছে, পৌরসভার দিগরপানখালী ১নং বেঁড়িবাধ এলাকার আবু ছালামের পুত্র ও মজিদিয়া মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র মিরাজুল ইসলাম (১৪) ও মোজাম্মেল হকের পুত্র নূরহান (১৪) আজ দুপুর সাড়ে ১১ টার সময় মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এসময় নদীতে অন্যান্য লোকজনও গোসল করতে ছিল। হঠাৎ দেখা যায় মিরাজ ও নুর হান পানিতে ডুবে যাচ্ছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়েও বাঁচতে পারেনি। এসময় তারা গভীর পানিতে ডুবে গিয়ে মৃত্যু বরণ করনে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধারে জাল, নৌকাসহ বিভিন্ন যন্ত্র নিয়ে তাদের উদ্ধারের চেষ্টার করে। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত দমকর বাহিনী ও উপস্থিত হয়। পরে আধঘন্টা ব্যবধানে ২ কিশোরকে উদ্ধার করা হলেও বাঁচাতে পারেনি তাদেরকে। এলাকার লোকজন জানায়, মাতামুহুরী নদীতে দৈত্য তাদেকে মেরে ফেলেছে। নদীতে দৈত্য এসেছে। এখন ওই এলাকায় ২ কিশোরের মৃত্যুতে একদিকে শোক অপর দিকে দৈত্য আতংকে বিরাজ করছে।

পাঠকের মতামত: