ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্বাস্থ্যবিধি না মানায় বাস থেকে জরিমানা আদায়

এম জাহেদ চৌধুরী :: সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় হানিফ পরিবহনের একটি বাস থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে কক্সবাজারের চকরিয়া পৌরসভার পুরাতন বাস ষ্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তানভীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এসিল্যান্ড ও ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন চকরিয়া নিউজকে বলেন। বাসটিতে কোন প্রকার স্বাস্থ্যবিধি মানা হয়নি। এক সিটে (আসনে) একজন বসার নির্দেশনা থাকলেও দুইজন করে বসানো হয়। ভাড়াও আদায় করা হয় ডবল। জানতে পেরে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত ডবল ভাড়ার অর্ধেক ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। ওই সময় চালক, কন্ট্রাক্টর ও হেলপারকে কড়া সতর্ক করে দেয়া হয়।

পাঠকের মতামত: