ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জিদ্দাবাজারে রাস্তায় ময়লা পানি ফেলতে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলা ৪মহিলাসহ একই পরিবারের আহত ১০ জন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চলাচলের রাস্তায় ময়লা পানি ফেলতে বাধাঁ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে একই পরিবারের ১শিশু, ৪ মহিলাসহ ১০জনকে দা দিয়ে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করা করেছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্যারচর জিদ্দাবাজারের পূর্বপাড়া এলাকায় আজ ৩১ জুলাই বাদে জুমার সময়।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, জিদ্দাবাজার এলাকায় একটি জনগুরুত্বপুর্ণ চলাচলে রাস্তায় ময়লা পানি ফেলতে বাধা দেয়ায় মোবিনুল হক টিপুর নেতৃত্বে ১৪/১৫জনের মতো একদল দুস্কৃতকারীরা একই এলাকার আলী আহমদের পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এদের হামলার সময় শিশু ও নারী-পুরুষের আহাজারী শুনতে পেয়ে এলাকার লোকজন এগিয়ে এলে দুস্কৃককারীরা পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন আহদের উদ্ধার করে দ্রুত চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসী হামলায় আহতরা হলো, ফরিদুল আলম (৩৫) পিতা: আলী আহমদ, রাবেয়া খাতুন (৪০), স্বামী: বশির আহমদ, এনি আকতার (৪০) স্বামী: জয়নাল আবেদীন, আলী আহমদ (৬০) পিতা: মৃত আবুল হোসেন, শিশু ফাহিম (৪) পিতা: জয়নাল আবেদীন, হুমাইরা আকতার (৩০) স্বামী: ফরিদুল আলম, তসলিমা আকতার (১৮) পিতা: আলী আহমদ, ইয়াসমিন আকতার (২২) স্বামী: মোহাম্মদ তৈয়বসহ ১০জন আহত হয়েছে। আহতের মধ্যে ৮জনকে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ফরিদুল আলম ড্রাইভারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ ব্যাপারে নিরিহ আলী আহমদের পরিবারের উপর হামলাকারী মোবিনুল হক টিপুসহ আরো ১০/১২ জনকে আসামী করে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: