ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ায় প্রতিবন্ধীদের ভরসাস্থল এসআরপিভির কার্যক্রম পরিদর্শনে চবির নারী প্রক্টর লিজা

এম.জিয়াবুল হক, চকরিয়া :: নানাভাবে বঞ্চনার শিকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলশ্রোত ধারায় সম্পৃক্ত করণের মাধ্যমে তাদের জীবন-যাত্রার মান্নোনয়নে নিরলশভাবে কাজ করা কক্সবাজারের চকরিয়া উপজেলার ভরামুহুরীস্থ স্বেচ্ছাসেবী এনজিও সংস্থা এসআরপিভির (সার্ভ বাংলাদেশ) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নারী প্রক্টর অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা। মঙ্গলবার ২৮ জুলাই তাঁরা সার্ভ কার্যালয়ে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির আঞ্চলিক সমন্বয়ক কাজী মাকসুদুল আলম মুহিত।

পরির্দশনের শুরুতে ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ এবং চবির প্রক্টর অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা চকরিয়াস্থ সার্ভ কার্যালয়ে প্রতিবন্ধীদের কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠানটির চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাঁরা সার্ভ কার্যালয়ে প্রতিবন্ধীদের জন্য বিকল্প পা তৈরীর কার্যক্রম পর্যবেক্ষন করেন। পরে সার্ভ বাংলাদেশ পরিচালিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিদ্যালয় প্রদীপালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

সার্ভ বাংলাদেশ কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়ক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের নারী প্রক্টর অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা। উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার স্থানীয় ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম কালু, প্রদীপালয় স্কুলের প্রধান শিক্ষক আহমদ কবির এবং সার্ভ বাংলাদেশ চকরিয়া কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও স্কুলের শিক্ষকমন্ডলী। একই অনুষ্ঠানে ইউএনও সৈয়দ সামসুল তাবরীজ স্থানীয় চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের বিপুল সংখ্যাক হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ##

পাঠকের মতামত: