ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আলীকদম সেনা জোনের উদ্যোগে দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা

লামা প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম জোনের উদ্যোগে শতাধিক পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করেছে। শনিবার (১১ জুলাই) আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

জানা গেছে, চলমান করোনা মহামারিতে হত-দরিদ্রদের মাঝে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া’র নির্দেশনায় গত ২৫ মার্চ হতেই সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা এ সহায়তা প্রদান করে আসছে। এ ধারাবাহিকতায় শনিবার সকালে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত ১০০ দুঃস্থ পাহাড়ি ও বাঙ্গালী জনগণের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

শনিবার সকালে আলীকদম সেনা জোন কমান্ডার লে.কর্ণেল মনজুরুল হাসান, পিএসসি এর নির্দেশে খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আতিকুর রহমান। এ সময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও আলীকদম স্টুডেন্টস ফোরামের সদস্যরা।

পাঠকের মতামত: