ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

খুটাখালীতে বসতবাড়ী আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ১০ লক্ষ টাকা

fire picসেলিম উদ্দিন, ঈদগাঁও কক্সবাজার :::

চকরিয়ার খুটাখালীতে বসতবাড়ি বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকা, স্বর্ণ, ফার্নিচারসহ ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। ১১ এপ্রিল সোমবার বিকেল আনুমানিক পৌনে ৪ টায় ইউনিয়নের ফরেষ্ট অফিস পাড়ার ব্যাবসায়ী আলী আহমদের বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে দূর থেকে বসত বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে আসেন এবং প্রায় ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। পরে বিকেল ৪ টায় চকরিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রন করা হয়। ততক্ষনে সব পুড়ে ছারখার হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য আনোয়ার হোসেন জানান , ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বন্ধু বান্ধবদের সহযোগীতায় কোন রকম উচ্চ মাধ্যমিক শিক্ষার সনদ পত্র রক্ষা করা গেলেও তার বোনের সব সনদপত্র পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে জীবন যাপন করছেন। খবর পেয়ে চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ক্ষতিগ্রস্থ ঘর পরিদর্শণ করে তাদের খোজ খবর নেন, এবং উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগীতার আশ্বাস দেন। একইদিন বিকেলে খুটাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত চেয়াম্যান পদপ্রার্থী বাহাদুর হক, সতন্ত্র প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন ও লাঙ্গন মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঠকের মতামত: