ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

লামার ফাঁসিয়াখালীতে এবার ছড়ায় মৃত হাতি

লামা প্রতিনিধি ::  মাত্র ১ দিনের ব্যবধানে আরও একটি হাতির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ফাসিয়াখালী খালের পানির ছড়ায় একটা মৃত হাতি ভেসে আসে। পরে স্থানীয়রা ইউপি চেয়্যারমান জাকির হোসেন মজুমদারকে জানালে তৎক্ষনাৎ তিনি লামা উপজেলার রেঞ্জ অফিসারকে জানান।

যোগাযোগ করলে ফাসিয়াখালীর ইউপি চেয়ারম্যান চকরিয়া নিউজকে বলেন, ফাসীয়খালি পানির ছড়ার একটা মৃত হাতি ভেসে আসে।এলাকাবাসী দেখে আমাকে জানায়। সাথে সাথে উপজেলার রেঞ্জ অফিসারকে জানিয়ে দিই।

একটি মৃত হাতি পাওয়া গিয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন লামা উপজেলরা রেঞ্জ অফিসার হাফিজ। তিনি বলেন, একটি বয়স্ক মৃত হাতি পাওয়া গিয়েছে। কিভাবে মারা গিয়েছে এখনও জানি না। ঘটনাস্থলে যাচ্ছি। ময়নাতদন্ত করলে বিষয়টি জানতে পারবো।

প্রসঙ্গত, আগেরদিন (১২ জুন) টেকনাফ হৃীলায় খাবারের সন্ধানে লোকালয় নেমে আসে একটি বুড়ো হাতি বৈদ্যুতিক তারের সংস্পর্শে মারা গিয়েছিল। এই নিয়ে দুই দিনে ২টি হাতি মারা গেল।

পাঠকের মতামত: