ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

করোনা আক্রান্ত স্ত্রীকে ঘরে রেখে শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন স্বামী

ইমাম খাইর, কক্সবাজার ::
শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী সহকারী মো. ইমরান (৪০)।

শনিবার (১৩ জুন) সকাল ১০ টার দিকে ঢাকা রাজারবাগ প্রশান্তি জেনারেল হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্ট অবস্থায় মো. ইমরানশেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর দুইদিন আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানের একান্ত সহকারী ও মরহুম ইমরানের সম্বন্ধি সোহেল রানা।

তিনি জানান, লাঞ্চে পানি জমার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল ইমরানের। প্রথমে কক্সবাজারে চিকিৎসা করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১১ জুন রাজারবাগ প্রশান্তি জেনারেল হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। তবু বাঁচানো যায়নি।

সোহেল রানা জানান, ইমরানের অক্সিজেন সেচুরেশন ৬৬ এর উপরে উঠানো যায়নি।

গত ১ জুন কক্সবাজার মেডিকেলে মো. ইমরান করোনা টেস্টের নমুনা জমা দিয়েছিলেন। ১১ দিনের মথায় প্রকাশিত রিপোর্ট নেগেটিভ হয়েছে।

তবে, তার স্ত্রী হোসনে আরার করোনা পজিটিভ হয়েছে। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মো. ইমরান চকরিয়া উপজেলার বরাইতলির ৭নং ওয়ার্ডের মৃত মৌলভী আবুল কালামের ছেলে। সাংসারিক জীবনে তিনি ১ মেয়ে ও ১ ছেলের জনক।

পাঠকের মতামত: