ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে অভিযান, ৫৩ হাজার ৭’শ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ::  জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার (২৮ মে)সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত চট্টগ্রামের বন্দর,ইপিজেড, পতেঙ্গা,আকবরশাহ , পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বন্দর ভবনের সামনে থেকে থিয়ানিস গার্মেন্টস এর দুইটি বাস ধারণক্ষমতার অতিরিক্ত শ্রমিক পরিবহন করার দায়ে আটক করা হয়।বাস দুটিকে আটক করে সিইপিজেড এ গিয়ে সংশ্লিষ্ট গার্মেন্টস এ গিয়ে ৫০০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযান কালে সামাজিক দুরত্ব বজায় না রাখা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় আরো ৩ টি পৃথক মামলায় ২৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে, নগরীর সদরঘাট, কোতোয়ালি, ডবলমুরিং, হালিশহর এলাকায় সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে সামাজিক দূরত্ব না মেনে অধিক সংখ্যক যাত্রীসহ বেশ কিছু ভাড়ায় চালিত গাড়ি , মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাকে ৬ টি ভিন্ন ভিন্ন মামলায় ১৪০০ টাকা জরিমানা করা হয়।

পাঠকের মতামত: