ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আনাছ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে ঈদের নামাজ শেষে জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: ২৫ মে ২০২০ পালিত হয়েছে চকরিয়া উপজেলার কিশোর শিক্ষার্থী শহীদ আনাছ ইব্রাহীমের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এইদিনে চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা বাণিজ্যিক এলাকার শপিং সেন্টারে শত সহস্র মানুষের সামনে একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে নৃসংশভাবে খুন করে চকরিয়া পৌরসভার বিনামারা গ্রামের এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থী কিশোর আনাছ ইব্রাহীমকে (১৫। ঈদের দিন ২৫ মে তার শাহাদাত বার্ষিকীর একবছর পুর্ণ হয়েছে। এদিনে এলাকার সর্বস্তরের জনসাধারণ বুকে কালো ব্যাজ ধারণ করে ঈদ জামাতে নামাজ আদায় করে। ঈদের নামাজ শেষে এলাকার সর্বস্তরের জনসাধারণ স্বতস্ফূর্তভাবে স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি মানববন্ধক পালন করেন।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিনামারা সমাজ উন্নয়ন সংস্থার আহ্বায়ক, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রফেসর একেএম গিয়াসউদ্দিন, বিনামারা সমাজ উন্নয়ন সংস্থার যুগ্ম আহবায়ক, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মাস্টার মুজিবুল হক, বিনামারা সমাজ উন্নয়ন সংস্থার সদস্য সচিব মহিউদ্দিন মহত খোকন, জমির উদ্দিন বাবলু, নুরুল আবার, শহীদ আনাছ ইব্রাহীমের বাবা হাফেজ মাওলানা নেছার আহমদ প্রমুখ।

বক্তারা কিশোর শিক্ষার্থী আনাছ হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার একবছর অতিক্রান্ত হওয়ার পরও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে আনাছ হত্যায় জড়িত খুনীদের গ্রেফতার পুর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত: