ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় করোনায় মারা গেলেন চিরিঙ্গা জনতা মার্কেট পাড়ার সবার প্রিয় সিরাজ ভাই

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় করোনা আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ঈদেরদিন (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে তিনি মারা যান।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম হাফেজ সিরাজ-উদ্দৌলা (৬৫)। তিনি ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া অফিসের কেয়ারটেকার এবং চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা গ্রামের মৃত মৌলানা আবদুর রহমানের দ্বিতীয় পুত্র।

এর দুই ঘণ্টা আগে ৯টার দিকে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আইসোলেশনে ভর্তি করা হয়। কিন্তু তার তীব্র জ্বর ও শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে তিনি মারা যান।

উল্লেখ্য, চকরিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে রবিবার পর্যন্ত এখানে একশো ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ চকরিয়া নিউজকে জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজ-উদ্দৌলার নমুনা সংগ্রহের পর পিসিআর ল্যাবে প্রেরণ করা হয় গত ১৮ মে। গতকাল ২৪ মে রবিবার প্রকাশিত ফলাফলে তার করোনা পজেটিভ আসে। এতদিন ধরে তিনি বাড়িতেই থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

তার ছোট ভাই দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক জাকের উল্লাহ চকোরী বলেন, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার সকাল ৭টার দিকে আমার ভাইকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ৯টার দিকে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির ২ ঘণ্টা পর ১১টার দিকে তিনি মারা যান। তিনি অভিযোগ করেন, যথা সময়ে হাসপাতালে ভর্তি না করার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, আমরা খুবই চেষ্টা করেছি। কিন্তু মৌলানা সিরাজ উদ্দৌল্লাহর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি মৃত্যুবরণ করেছেন। এ ছাড়াও তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। যথাসময়ে ভর্তি না করার অভিযোগটি সত্য নয়।

পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম বলেন, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিরাজ-উদ্দৌলার বাড়ি একেবারে আমার কাছে। তাকে হাসপাতাল থেকে সরাসরি কবরস্থানে নিয়ে গিয়ে জানাজা, দাফন-কাফনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে ।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির জানাজা, দাফন-কাফন যাতে করোনা বিধি অনুযায়ী হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

পাঠকের মতামত: