ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চকরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে হবে ঈদের দুইটি জামাত, ঈদ উদযাপনে প্রশাসনের উপদেশ

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  ঈদুল ফিতর উপলক্ষে চকরিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে আলাদা সময়ে দুইটি ঈদের জামাত, প্রথম জামাত হবে সকাল ৮টা আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪০ মিনিটে। বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনের ফেসবুক ফেইজে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সৈয়দ শামসুল তাবরীজ। শনিবার ২৩ মে চকরিয়া উপজেলা প্রশাসনের ফেসবুক ফেইজে ঈদ জামাতের সময়সূচি এবং ঈদুল ফিতর উদযাপনে সর্বসাধারণের উদ্দেশ্যে উপদেশমুলক দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ স্বাক্ষরিত চকরিয়া উপজেলা প্রশাসনের ফেসবুক ফেইজে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারিতে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের পর্যায়ক্রমে দুইটি ঈদের জামাতের আয়োজন করা হবে। প্রথম জামাত সকাল ৮.০০টা, দ্বিতীয় জামাত সকাল ৮.৪০ টা ঘটিকায়। ১৪৪১ হিজরি/২০২০ সালের পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামায়াত আদায়ের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত মেনে চলার অনুরোধ করা হলো।

১। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন;

২. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান/ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করবেন

৩. ঈদের নামাজের জামায়াতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

৪. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়াতে হবে;

৫. শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না;

৬. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে জামায়াত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে: এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি … ঈদ মোবারক। সবাই ঘরে থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন। ঈদ মোবারক ##

পাঠকের মতামত: