ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত ৬ নির্দেশনা কক্সবাজার জেলা প্রশাসনের

ইমাম খাইর, কক্সবাজার :: করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত ৬টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ঈদুল ফিতর ও জামায়েত বিষয়ক সভা থেকে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাসমূহ হলো- ১. খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে। ২. মসজিদে ১ ঘন্টা পর পর একাধিক জামাত হবে। ৩. প্রতি জামাতে পৃথক পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন। ৪. প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। ৫. ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷ ৬. মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন নিজেদের স্বার্থে সরকারী নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে জেলাবাসীর প্রতি ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত: