ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

ঈদগাঁওতে করোনা পজেটিভ প্রাত্তন মেম্বার পূত্রের বাড়ী লকডাউন 

নিজস্ব প্রতিবেদক, ঈদগাঁও ::   কক্সবাজার সদরের ঈদগাঁওতে করোনা পজেটিভ আলমগীরের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৮ই মে রাতে বাজারের পাশ্ববর্তী জাগিরপাড়ায় প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছেন। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন মেম্বার মরহুম সৈয়দ আলমের পুত্র। করোনা পজেটিভ আলমগীর জানান,কয়েকদিন আগে তিনি ঈদগাঁও বাজারের মাছ বাজারে বেশ কিছু মানুষের সাথে ধাক্কাধাক্কি খান। এসময় তিনি অসুস্থতা বোধ করেন। গত শুক্র বার তিনি জেলা সদর হাসপাতালে গিয়ে নমুনা টেস্টের জন্য সেম্পল দিয়ে আসে। সেই টেস্টের ফলাফল প্রকাশিত হলে তার রিপোর্টে পজিটিভ আসে। একইদিন বিকেলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ইনচার্জ আসাদুজ্জামান ও এ এস আই মহিউদ্দিন তার সাথে যোগাযোগ করেন। তারা তাকে বাড়িতে থাকার পরামর্শ দেন। অন্যদিকে রাত ৮টার দিকে স্থানীয় পুলিশ প্রশাসন,জনপ্রতিনিধিরা গিয়ে তাদের বাড়িটি লকডাউন করেন। এই সময়ে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম,ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইন চার্জ আসাদুজ্জামান,এস আই ইমরান হোসেন, এ এস আই মহিউদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে এরই পূর্বেই ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকার একজন আর ঈদগাঁও ভোমরিয়াঘোনার একজনের করোনা পজেটিভ হয়।

পাঠকের মতামত: