ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

করোনা সংক্রমন রোধে মাইক্রোফোন হাতে নাইক্ষংছড়ির জনপদে ম্যজিেস্ট্রট নাজমুল হাসান

এম হাবিবুর রহমান রনি, নাইক্ষ্যংছড়ি ::  করোনা কালের এ দুঃসময়ে বান্দরবান জেলা প্রশাসনের গণকল্যাণমূখি সেবা প্রদান পৌছে দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।তিনি করোনা সংক্রমন রোধে গণসচেতনতা বাড়াতে নাইক্ষ্যংছড়ির ৫ ইউনিয়নে চষে বেড়াচ্ছেন ৪ দিন ধরে। মাইক্রোফোন হাতে উপজেলার পথে প্রান্তরে তিনি করোনা ভাইরাসের অপকারিতা ও করণীয় তুলে ধরছেন এ সময়। দুর্গম ও পাহাড়ি জনপদে পাহাড়ি বাঙ্গালীদের এ বিষয়ে সজাগ করছেন তিনি।

১৩ মে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ঘুমধুম,সোনাইছড়ি ও সদর ইউনিয়নের পাড়া, মহল্লা, হাট-বাজার ও স্থানীয় যানবাহনে এ কার্যক্রম পরিচালনা করেন মনিটরিং টিমটি । নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির তত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের টিম প্রধান ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ প্রতিবেদককে জানান,পাহাড়ি জনপদ ও সীমান্ত উপজেলা হিসাবে নাইক্ষ্যংছড়িতে করোনা ঝুুঁকি প্রকট । এছাড়া রোহিঙ্গা ক্যাম্প পাশে। এ কারনে সরকার জনগণকে করোনার ঝুকি থেকে বাচাঁতে এ উদ্যোগ গ্রহন করেন। তিনি আরো বলেন, শিক্ষা ও সচেতনতায় পিছিয়ে সোনাইছড়ি ও ঘুমধুমের মানুষ করোনা বিষয়ে সরকার প্রদেয় নির্দেশনাবলী সম্পর্কে জ্ঞাত নয়। এখানকার অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার ও সামাজিক দুরুত্বসহ অন্যান্য বিষয় পালন না করায় তিনি তাদের সতর্ক করে দেন। উল্লেখ্য ৪দিন ধরে তিনি উপজেলার পাঁচ ইউনিয়নে প্রতিটি এলাকা মনিটরিং করে আসছেন।
সাংবাদ প্রেরক ঃএম হাবিবুর রহমান রনি

পাঠকের মতামত: