ঢাকা,মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

কুতুবদিয়ায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা ভোগীদের অগ্রিম ভাতা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
বিশ্ব মহামারি করোনা ভাইরাসে শ্রমজীবি কর্মহীন মানুষ ঘরবন্দি ও চলতি মাহে রমাদান এবং ঈদ উৎসব পালন উপলক্ষে দেশের অসচ্ছল বয়স্ক,বিধবা, প্রতিবন্ধি ভাতা অগ্রিম জানুয়ারী হতে জুন পর্যন্ত ৬ মাসের ভাতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী সমাজ সেবা অধিদপ্তরকে নির্দেশ দেন। উক্ত নির্দেশ মোতাবেক সমাজ সেবা অধিদপ্তর কুতুবদিয়া উপজেলার সমাজ সেবা অফিস গত শনিবার (০৯মে) বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা ভোগীদের ভাতা বিতরণ শুরু করেছে বলে সমাজ সেবা অফিসার মোঃ আমজাদ হোসেন নিশ্চিত করেন।
সূত্রে জানা গেছে, কুতুবদিয়া উপজেলা ৬ ইউনিয়নে এ অর্থ বছর (২০১৯-২০২০) বয়স্কভাতা পাচ্ছে ৪৩৯৯জন। বিধবা ভাতা পাচ্ছে ১৭৫৭ জন, প্রতিবন্ধিভাতা পাচ্ছে ১৫৯০জন। বয়স্ক ভাতা জনপ্রতি প্রতিমাসে ৫শ টাকা, বিধবা ভাতা জনপ্রতি প্রতিমাসে ৫শ টাকা, প্রতিবন্ধিভাতা জনপ্রতি প্রতিমাসে ৭৫০ টাকা করে পাচ্ছে।
সূত্র আরো জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরে মঙ্গলবার (১২ মে) তৃতীয় ও চতুর্থ কিস্তির বড়ঘোপ ও আলী আকবর ডেইল ইউনিয়নের ভাতা ভোগীরা বড়ঘোপস্থ জনতা ব্যাংক লিমিটেড থেকে উত্তোলন করছে, কৈয়ারবিল ইউনিয়নের ভাতা ভোগীরা সোনালী ব্যাংক লিমিটেড কুতুবদিয়া শাখা থেকে উত্তোলন করছে, লেমশীখালী, দক্ষিণ ধুরুং, উত্তর ধুরুং ইউনিয়নের ভাতা ভোগীরা বাংলাদেশ কৃষি ব্যাংক ধুরুং শাখা থেকে উত্তোলন করছে। প্রতিজন প্রতিবন্ধি ভাতা ভোগীরা জানুয়ারী হতে জুন পর্যন্ত ৬ মাসে ৪হাজার ৫শ টাকা ভাতা পাচ্ছে। প্রতিজন বিধবা ভাতাভোগী জানুয়ারী হতে জুন পর্যন্ত ৬ মাসে পাচ্ছে ৩হাজার টাকা। একই রূপ বয়স্ক ভাতা পাচ্ছে জনপ্রতি ৩ হাজার টাকা।
বয়স্ক ভাতা ভোগী মুহাম্মদ কালু জানান, করোনা ভাইরাসের ফলে দেশে লকডাউন চলছে। মানুষ কর্মহীন হয়ে গৃহবন্ধি। মাহে রমদান আর ঈদ উৎসরের আমেজ মাঠে মরার মতো হচ্ছিল। চলতি অর্থ বছরে অগ্রিমসহ ৬ মাসের বয়স্ক ভাতা এক সাথে পেয়ে খুশি।
কৈয়ারবিল ইউনিয়নের বিধবা ভাতা ভোগী নুর জাহান বলেন, বিধবা ভাতা ৬ মাসের এক সাথে পেয়ে বড়ই উপকার হয়েছে। একত লকডাউন, দ্বিতীয়ত মাহে রমাদান, ঈদ উৎসব, বর্তমানে উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশে ভাতাগুলো পেয়েছে।

পাঠকের মতামত: