ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঈদগাঁও বাজারে শপিং মল বন্ধ ঘোষনা  -ব্যবসায়ী পরিষদ

এম,আবু হেনা সাগর, ঈদগাঁও :: দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে এবার শপিং মল বন্ধ ঘোষনা করেছেন ব্যবসায়ী পরিচালনা পরিষদ। তাদের এ সিদ্বান্ত কে স্বাগত জানিয়েছেন অনেকে।

১০ মে দুপুর আড়াইটার দিকে বাজারস্থ পরিষদ কার্যালয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টুর সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি রায়হান আমিন,সহ সাধারন সম্পাদক হাসান তারেক,অর্থ সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক ও দপ্তর সম্পাদক নাছির উদ্দিনসহ সদস্যবৃন্দরা। সভায় সর্বসম্মতিক্রমে ঈদগাঁও বাজারের শপিং মল, কসমেটিকস সামগ্রীর দোকান,টেইলার্স (১১মে) থেকে চলমান ক‌রোনা পরিস্থিতি স্বাভা বিক না হওয়া পর্যন্ত বন্ধ থাক‌বে। তবে মু‌দির দোকান দুপুর ২টা পর্যন্ত, মাছ ও কাঁচা বাজার সন্ধ‌্যা ৬টা পর্যন্ত খোলা থাক‌বে এবং ফা‌র্মেসী ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্বান গ্রহন করেন। পুরো বাজার এলাকা জুড়ে শপিং মল বন্ধের বিষয়টি মাইকিং করে অবগত করা হয়। তাদের এ সিদ্বান্তকে জানান,ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর,সাবেক সভাপতি মফিজুল ইসলাম মফি। উপরোক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন পরিষদের সহ সাধারন সম্পাদক।

উল্লেখ্য, কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদগাঁও বাজারের শপিং মল বন্ধ করার দাবীতে তোলপাড় সৃষ্টি করে।

পাঠকের মতামত: