ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত ২১০

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামে শুক্রবার (৮ মে) পর্যন্ত করোনা পজিটিভ হয়েছে ২১০ জনের। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগরে ১৪৩ জন এবং উপজেলাগুলোতে ৬৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীর দামপাড়ায় ২২ জন, সাগরিকায় ১০ জন, সরাইপাড়ায় ৩ জন, হালিশহরে ১৩ জন, ফিরিঙ্গী বাজারে ২ জন, গোলপাহাড়ে ১ জন, সিডিএ মার্কেটে ১ জন, কাতালগঞ্জে ১ জন, উত্তর কাট্টলীতে ৪ জন, নিমতলায়(বন্দর) ১ জন, পতেঙ্গায় ৩ জন, লালখানবাজারে ১ জন, বালুছড়ায় ১ জন, আগ্রাবাদে ৩ জন, (শান্তিবাগ-১, মা ও শিশু হাসপাতাল-২), পূর্ব মাদারবাড়িতে ১ জন, পাহাড়তলীতে ৪ জন, পাঁচলাইশে ৩ জন, বায়েজিদে ১ জন, কালু শাহ নগরে ১ জন, ইপিজেডে ৪ জন, নাসিরাবাদে ৩ জন (হাউজিং সোসাইটি-১, বাকি ২), কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ২ জন, রাহাত্তারপুলে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, বিআইটিআইডিতে ৩ জন, আকবর শাহতে ২ জন, এনায়েত বাজারে ৪ জন, বড় কুমিরায় ১ জন, নন্দনকাননে ১ জন, মা ও শিশু হাসপাতালে ১ জন, কাঠগড়ে ১ জন, কোস্ট গার্ডে ৩ জন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ২ জন, চান্দগাঁওয়ে ১ জন, বহদ্দারহাটে ২ জন, দক্ষিণ নালাপাড়ায় ১ জন, ঈদগাহতে ২ জন, শুলকবহরে ১ জন, কোতোয়ালীতে ১ জন, কর্নেল হাটে ১ জন, কসমোপলিটনে ১ জন, মেহেদীবাগে ১ জন, বাকলিয়ায় ৪ জন, মোগলটুলীতে ১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন, আইস ফ্যাক্টরি রোডে(কোতোয়ালী) ১ জন, মির্জারপুলে ১ জন, সদরঘাটে ১ জন, আমবাগান রেলওয়ে কলোনীতে ১ জন, কদমতলীতে ১ জন, অক্সিজেনে(মুরাদনগর) ১ জন, পার্ক ভিউ হাসপাতালে ১ জন, দেওয়ানহাটে ১ জন।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন উপজেলায় রয়েছে ৬৭ জন। তাদের মধ্যে সাতকানিয়ায় ২৭ জন, সীতাকুণ্ডে ১০ জন, পটিয়ায় ৪ জন, বোয়ালখালীতে(সারোয়াতলী) ২ জন, আনোয়ারায়(ওষখাইন) ১ জন, চন্দনাইশে(জোয়ারা) ২ জন, ফটিকছড়িতে ১ জন, মিরসরাইয়ে ৩ জন, হাটহাজারীতে(বিএমএ লিংক রোড) ৩ জন, কর্ণফুলীতে ১ জন, লোহাগাড়ায় ৭ জন, সন্দ্বীপে ১ জন, রাঙ্গুনিয়ায়(ইছাখালী) ১ জন, বাঁশখালীতে ৩ জন, ফকিরহাটে(ফৌজদারহাট) ১ জন।

করোনায় চট্টগ্রামে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পুলিশ। দেশে করোনা শনাক্ত হওয়ার পর আজ পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ২২ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

এছাড়া নগরীতে সবচেয়ে বেশি ১৩ জন আক্রান্ত হয়েছে হালিশহর এলাকায়। উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি ২৭ জন আক্রান্ত হয়েছে সাতকানিয়ায়।

পাঠকের মতামত: