ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

চকরিয়ায় নতুন করোনা রোগী সনাক্ত মার্স্টাসের ছাত্র: হোম আইসোলেশনে

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় আরও একজন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বুধবার কক্সবাজার মেডিকেলের ল্যাবে পরীক্ষায় ওই রোগীর পজেটিভ রির্পোট এসেছে। করোনা আক্রান্ত ওই রোগীর বাড়ির চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া গ্রামে। তাঁর বয়স আনুমানিক ২৬বছর।

চকরিয়া উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ বলেন, করোনা আক্রান্ত ওই শিক্ষার্থী চট্টগ্রামের কাট্টলী মোস্তাফা হাকিম কলেজের ব্যবস্থাপনা বিভাগের মার্স্টাসের পড়ছেন। প্রায় একমাস আগে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি আসেন ওই ছাত্র। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী চট্টগ্রামেই করোনা সংক্রামিত হয়ে চকরিয়া এসেছে। কয়েকদিন আগে তাঁর শাররীক সমস্যা দেখা দিলে কক্সবাজার মেডিকেলে নমুনা পাঠানো হয়। বুধবার ৬ মে পরীক্ষায় ওই রোগীর পজেটিভ রির্পোট এসেছে।

তিনি বলেন, রোগীর সাথে কথা বলেছি, সে জানিয়ে এই মুর্হুতে শরীরে জ¦র নেই। তাছাড়া নিজ বাড়িতে আলাদা কক্ষে থাকার ব্যবস্থা আছে। আলাদা রাথরুম ব্যবহার করছেন ওই রোগী। সেই কারণে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য টিমের তত্তাবধানে আক্রান্ত ওই রোগীকে নিজ বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেখানে তাকে করোনা চিকিৎসার জাতীয় গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, করোনা আক্রান্ত ওই রোগী ও তাঁর পরিবারের চলাচল এরিয়া লকডাউন করা হচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং সচেতন সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: