ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ধারণ ক্ষমতার ৯ গুণ বন্দী কক্সবাজার কারাগারে

৮২ জনকে পাঠানো হল ফেনী ও লক্ষীপুরে

আহমদ গিয়াস, কক্সবাজার :: কক্সবাজার জেলা কারাগারে এখন ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ৯ গুণ বন্দী অবস্থান করছে। করোনা সংক্রমণ ঝুঁকিতে থাকা এ কারাগারে বন্দীদের চাপ কমাতে ৮২ জনকে পাঠানো হয়েছে ফেনী ও লক্ষীপুর কারাগারে। তবে এখনও ৫শ’ বন্দীর ধারণ ক্ষমতা সম্পন্ন এ কারাগারে ৪৩৫০ বন্দী অবস্থান করছে।

কক্সবাজার জেলা কারাগার থেকে শুক্রবার ফেনী ও লক্ষীপুর জেলা কারাগারে পাঠানো এসব বন্দীর মধ্যে ৪২ জনকে ফেনী জেলা কারাগারে এবং ৪০ জনকে লক্ষীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোঃ মোকাম্মেল হোসেন।
তিনি জানান, স্থানান্তরিত বন্দীদের মধ্যে গত ২৩ এপ্রিল দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় জেল কোড অনুযায়ী দোষী সাব্যস্ত ২০ বন্দীও রয়েছে। যাদের ১০জনকে ফেনী জেলা কারাগারে ও অন্য ১০ জনকে লক্ষীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
কারা তত্ত্বাবধায়ক আরো জানান, শনিবার সরকারের নির্বাহী আদেশে আরো ৭ জন বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। এরপরও এ কারাগারে ৪৩৫০ জন বন্দী রয়েছে। যারমধ্যে ২৬১ জন মহিলা বন্দী।

পাঠকের মতামত: