ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কৃষকের পাশে – বাংলাদেশ কৃষকলীগ

এম গোলাম আরিফ লিটন, কক্সবাজার :: অসহায়,দরিদ্র কৃষকের পাকা ধান কেটে বাঈ পৌছে দিল কক্সবাজার জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
সদর উপজেলা খুরুশকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড়ের দঃ হিন্দুপাড়ার কৃষক আমির হোসেন,নাজির হোসেন,পরিমল দে,কালাবাশি ও বিদ্যুভুষন এর ৫ একর জমির ধান কেটে বাড়ী পৌঁছে দেয় কক্সবাজার কৃষকলীগের নেতাকর্মীরা।
মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশ লকডাউন।কৃষকেরা পড়েছে বিপাকে একেত কোন কাজ নাই।তদুপরি কৃষি শ্রমিক অথাৎ ধান কাটার শ্রমিক পাওয়া না যাওয়ার কারণে ক্ষেতের ফসল নিয়ে চিন্তিত কৃষক।এই অবস্থায় খুরুশকুল দক্ষিণ হিন্দু পাড়ার কৃষক নাজির হোসেন, আমির হোসেনরা স্থানীয় কৃষকলীগ নেতা রফিক উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জেলা কৃষকলীগের তরুণ জননেতা আতিক উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি তাৎক্ষনিকভাবে সিদ্ধান্ত দেন উক্ত কৃষক ভাইদের প্রয়োজনীয় সহযোগিতা দিবেন।তারই ধারাবাহিকতায় আজ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ৩০ জনের কর্মীবাহিনী ও ১৫ জন দক্ষ শ্রমিক নিয়ে রোজার দিনে তপ্ত রোদুরে গরীব,অসহায় কৃষক ভাইদের ৫ কানি জমির ধান কেটে ঘরে পৌঁছে দেয়।
উক্ত ধান কাটায় অংশগ্রহণ করেন জেলা কৃষকলীগের সহ- সভাপতি রফিক উদ্দিন, জাকারিয়া চৌধুরী, যুগ্ন সম্পাদক সনজিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ, অর্থ সম্পাদক গোলাম আরিফ লিটন, প্রচার সম্পাদক মোর্শেদুল আলম খোকন,শহর কৃষকলীগ সভাপতি এরশাদুজ্জামান সুমন, সদর উপজলা আহবায়ক সেলিম উল্লাহ, রহমত উল্লাহ, আবু তাহের হেলালী, শফি উল্লাহ শফি, শফিউল হক রানা, জসিম উদ্দিন, প্রমু পাল প্রমুখ।

পাঠকের মতামত: