ঢাকা,মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

কাকারা ইউনিয়নে কর্মহীন ও শ্রমজীবি পরিবারের মাঝে চাউল বিতরণ

এম.জিয়াবুল হক, চকরিয়া :: করোনা ভাইরাসের সংক্রমণে জীবিকা হারানো চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮০০ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। রবিবার ২৬ এপ্রিল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মহীন দিনমুজুর শ্রমজীবি মানুষের হাতে চাল তুলে দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ শওকত ওসমান। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.হামিদুল্লাহ মিয়া।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, করোনা সংক্রমণে জীবিকা হারানো মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। উপজেলা প্রশাসনের বরাদ্দের আলোকে দায়িত্বপ্রাপ্ত তদারক কর্মকর্তা চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো.হামিদুল্লাহ’র উপস্থিতিতে রবিবার কাকারা ইউনিয়নের কর্মহীন ৮০০ হতদরিদ্র পরিবারের মাঝে (পরিবার প্রতি ১০ কেজি করে) চাউল বিতরণ করা হয়েছে।

কাকারা ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণের এই দুর্যোগে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে কর্মহীন বেকার হয়েপড়া সাধারণ মানুষের পাশে দাঁিড়য়েছেন চেয়ারম্যান আলহাজ শওকত ওসমান। করোনা সংক্রমণের শুরুতে গতমাসেও কাকারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিলের উদ্যোগে প্রায় ১৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চেয়ারম্যান শওকত ওসমান। প্রতি পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।

বিতরণ কর্মসুচিতে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নেজাম উদ্দীন, কাকারা ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কাকারা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফরিদুল আলম, কাকারা ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাহাব উদ্দীন, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, যুবলীগ নেতা আরফাত, সাখাওয়াত, মুজাম্মেল হক, কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি মিজান, সহ- সভাপতি জয়নাল, মোবারক ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক ছোটন।#

পাঠকের মতামত: