ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রামুতে ২রাতে ৯টি গরু চুরি, এলাকার মানুষ আতঙ্কে

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু :: দেশে করোনা লকডাউনের সময়ে কক্সবাজারের রামুতে ২রাতে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে মালিকদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। ২৫ ও ২৬ এপ্রিল এ দুটি গরু চুরির ঘঠনা ঘটে।

জানা গেছে, শনিবার ২৫ এপ্রিল রাত ২টার দিকে রামু উপজেলায় ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকার মোহাম্মদ জাফর আলম বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়।

২৬ এপ্রিল রবিবার রাত দেড়টার দিকে রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নের রামু সরকারি কলেজ গেইটের সামনে সাতঘরিয়া পাড়ার সাংবাদিক আবুল কাসেম সাগর ও মোহাম্মদ কামাল হোসেন এর গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি হয়।

আবুল কাসেম সাগর জানান, রাত একটার দিকে আমি ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পরে আওয়াজ শুনতে পেলে আমার বাবা ঘুম থেকে ওঠে দেখে গোয়াল ঘরে ২টি গরু নেই। আমার পাশের বাড়ি কামালের থেকেও ৩টি গরু সহ মোট ৫টি চুরি হয়ে যায়। আমার বড় ভাই গরু চুরির আগেই বাড়িতে এসেছিলেন । ঐ সময় রাস্তায় একটি পিকআপ গাড়ি, একজন থেকে বাঁশি ও অস্ত্র দেখা যায়।
রামুতে একের পর এক গরু চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে।

পাঠকের মতামত: