ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

চকরিয়া সংবাদপত্র হকার ও রাখাইন পরিবারের পাশে মেয়র আলমগীর চৌধুরী

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে জীবিকা হারানো চকরিয়া উপজেলার ২০ জন সংবাদপত্র হকার ও পৌরসভার মগবাজার এলাকার রাখাইন সম্প্রদায়ের ৪২টি ঘরবন্দি পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন মেয়র আলমগীর চৌধুরী।

সোমবার ১৩ এপ্রিল সকালে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বসবাসরত রাখাইন পল্লীর ৪২টি কর্মহীন পরিবারে পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।

সম্প্রতি সময়ে করোনা পরিস্থিতিতে লকডাউন অবস্থায় চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের রাখাইন পল্লীর প্রতিটি পরিবার কর্মহীন হয়ে পড়ায় গ্রামটিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। সেই কথা শুনে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন মেয়র আলমগীর চৌধুরী। অপরদিকে একইদিন চকরিয়া উপজেলায় পত্রিকা বিক্রিতে কর্মরত বর্তমানে কর্মহীন ২০জন সংবাদপত্র হকারের খবর নিয়েছেন তিনি। এদিন বিকালে চকরিয়া শহীদ মিনারের পাশে বিজয় মঞ্চ চত্বরে মেয়র আলমগীর চৌধুরীর পক্ষে ব্যক্তিগত সহকারি শেফায়েত হোসেন ওয়ারেসি প্রতিজন পত্রিকা হকারের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন। #

পাঠকের মতামত: