ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

পাহাড়ে নববর্ষের সব অনুষ্ঠান স্থগিতের নির্দেশ

অনলাইন ডেস্ক ::  করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবসহ আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে সব অনুষ্ঠান স্থগিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর আজ বুধবার (১ এপ্রিল) সংষ্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) জনসমাগম করে নববর্ষ উদযাপন না করতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর পরদিন আজ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন পহেলা বৈশাখ সংক্রান্ত সব ধরনের অনুষ্ঠান বা কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও তিন জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ জনে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।

বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

পাঠকের মতামত: