ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন চকরিয়ায়

এম.জিয়াবুল হক,  চকরিয়া ::করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় সরকারি সিদ্বান্তের আলোকে কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানমালা সংক্ষিত পরিসরে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষথেকে মাত্র পাঁচ মিনিটের অনুষ্ঠানসুচিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অভিবাদন গ্রহন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়। #

পাঠকের মতামত: